চবির মার্কেটিং বিভাগের জমকালো পিঠা উৎসব

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মার্কেটিং বিভাগের পিঠা উৎসব। এতে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন দেশীয় পিঠার পসরা বসে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ প্রাঙ্গণে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

এদিন সকাল থেকে চবির ব্যবসায় প্রশাসন অনুষদ প্রাঙ্গণে বসে শিক্ষার্থীদের সজ্জিত হরেক রকমের পিঠার স্টল। যেখানে স্থান পায় নানান রকমের পিঠা। শিক্ষক-শিক্ষার্থীদের অনেকেই আসেন বাঙালি সাজে। শাড়ি-পাঞ্জাবি আর সাজসজ্জায় একেবারে মেতে ওঠে অনুষদটির প্রাঙ্গণ। এছাড়া উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

চবির মার্কেটিং বিভাগের জমকালো পিঠা উৎসব 1

পিঠা উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামী, বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. তুনাজ্জিনা সুলতানা । অনুষ্ঠানটির সমন্বয়ক হিসেবে ছিলেন বিভাগটির সহকারী অধ্যাপক তানিয়া করিম। এছাড়া বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা এতে উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।