চবির সহকারী প্রক্টরের পদত্যাগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন মরিয়ম ইসলাম (লিজা)। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

মঙ্গলবার (৭ মার্চ) ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ থেকে অব্যাহতি চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর চিঠি দিয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, আমি সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছি। রেজিস্ট্রার বরাবর আমি অব্যহতি চেয়ে চিঠি পাঠিয়ে দিয়েছি।

তবে ঠিক কী কারণে তিনি পদত্যাগ করেছেন এ বিষয়ে খোলাসা করে তিনি কিছু বলতে রাজি হননি।

চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ বলেন, আমরা চিঠি পেয়েছি। এটি এখন প্রক্রিয়াধীন আছে। রেজিস্ট্রার অফিস থেকে এটি উপাচার্যের কাছে যাবে। তিনি সিদ্ধান্ত নিবেন অব্যাহতির আবেদন গ্রহণ করা হবে কি হবেনা।

প্রসঙ্গত, মরিয়ম ইসলাম (লিজা) বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে প্রথম নারী সহকারী প্রক্টর ছিলেন। ২০১৯ সালের ৮ জুলাই তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পান

মন্তব্য নেওয়া বন্ধ।