চবির সাংবাদিকতা বিভাগের সভাপতি হলেন রওশন সোমা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ( চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক রওশন সোমা। তিনি বিভাগটির প্রথম ব্যাচের (১৯৯৪) ছাত্রী ছিলেন।

সোমবার (১৬ জানুয়ারি) বিভাগের সদ্য বিদায়ী সভাপতি সহযোগী অধ্যাপক মো. শহীদুল হক দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব নিয়ে রওশন সোমা বলেন, আমি চাই বিভাগের একাডেমিক ও গবেষণা কার্যক্রমকে আরও জোরদার করতে।

প্রসঙ্গত, রওশন সোমা চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা শেষ করে প্রায় দুই বছর মাঠের সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। পরে তিনি একই বিভাগে শিক্ষকতা শুরু করেন। তার স্বামী ড. মোহাম্মদ সহিদ উল্যাহ একই বিভাগের অধ্যাপক হিসবে কর্মরত আছেন।

মন্তব্য নেওয়া বন্ধ।