চবি ছাত্রকে সিএনজি চালকের মারধর, প্রতিবাদে প্রধান ফটক অবরোধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সিএনজি চালকের হাতে মারধরের শিকার হয়েছেন এক ছাত্র। এর প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে রেখেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মারধরের শিকার শিক্ষার্থীর নাম আকিভ জাভেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র।

মঙ্গলবার (২২ মার্চ) বিকেল পৌনে ৪ টা থেকে প্রধান ফটক আটকে রেখে আন্দোলন করেন সাধারণ শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, বিকেল সাড়ে তিনটার দিকে এক নাম্বার গেইট এলাকায় সিএনজিচালকের সাথে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আকিভ জাভেদের তর্ক হয়। তর্কের এক পর্যায়ে সিএনজি চালক আকিভকে মারধর করে। এরপর সে দ্রুত সিএনজি নিয়ে স্থান ত্যাগ করে পালিয়ে যায়।

তারা বলেন, প্রায় সময়ই সাধারণ শিক্ষার্থীরা সিএনজি চালকদের হাতে হেনস্তার শিকার হয়ে আসছে। প্রশাসন এ নিয়ে ব্যবস্থা গ্রহণ না করলে আমাদের আন্দোলন তীব্রতর হবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ ঘটনাস্থলে উপস্থিত হন নি।

মন্তব্য নেওয়া বন্ধ।