চবি ছাত্রলীগের দু’গ্রুপ মুখোমুখি, ক্যাম্পাসে উত্তেজনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই উপগ্রুপ বিজয় এবং সিএফসির মধ্যে আবারো উত্তেজনা ছড়িয়ে পড়ছে।

বুধবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের রব হলের ঝুপড়িতে বিজয়ের এক কর্মীকে মারধরের জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে সোহরাওয়ার্দী হল ও শাহ আমানত হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সন্ধ্যার পর দুই গ্রুপ দুটি হলের সামনে থেকে পরস্পরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করছে, উত্তেজনাকর স্লোগান দিচ্ছে। রাত ৭.৫০টা পর্যন্ত কোন বড় কোন সংঘর্ষ না ঘটলেও পরিস্থিতি যে কোন সময় অবনতি ঘটতে পারে বলে আশংক করছেন সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অডিটোরিয়ামে অর্থনীতি বিভাগের ‘র‍্যাগ ডে’ উপলক্ষে আয়োজিত কনসার্টে প্রবেশ করা নিয়ে সংঘটিত সংঘর্ষের জেরে বুধবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার সংঘর্ষ সোহরাওয়ার্দী হল ও শাহ আমানত হলে ছড়িয়ে পড়লে পুলিশ ও প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিস্তারিত আসছে…

আরও পড়ুন:
চবিতে আবারও সংঘাতে জড়ালো ছাত্রলীগ
চবিতে বাবুর্চিকে মারধরের জেরে সোহরাওয়ার্দী হলের ডাইনিং বন্ধ
ফাও খাবার না পেয়ে চবিতে বাবুর্চিকে মারধর

মন্তব্য নেওয়া বন্ধ।