চবি ছাত্রলীগ নেতা মনসুরের উদ্যোগে মাসব্যাপী কুরআন শিক্ষা

পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী কুরআন প্রশিক্ষণের আয়োজন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক উপ সম্পাদক আবুল মনসুর আবেদীন। প্রথম রমজান থেকে চলমান এ কার্যক্রম তিনি শিশু থেকে বৃদ্ধ সকলের জন্য উন্মুক্ত রেখেছেন। পুরো রমজান মাসব্যাপী চলমান থাকবে এ প্রশিক্ষণ কার্যক্রম।

নিজ এলাকা কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী বাজারে অভিজ্ঞ দুইজন হাফেজের মাধ্যমে তিনি এই কার্যক্রম পরিচালনা করছেন।

রমজান মাসে দ্বীনি কাজের অংশ হিসেবে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চবি ছাত্রলীগ নেতা মনসুর। তিনি বলেন, প্রতিদিন প্রায় ৩০-৪০ জন আমাদের এখানে কোরআন শিখতে আসেন। কোরআন শেখানোর জন্য দুজন হাফেজ আছেন। নিয়মিত বাদ যোহর থেকে শুরু হয় কার্যক্রম।

তিনি আরও বলেন, ধর্মীয় কাজের মাধ্যমে আমাদের আত্মা পবিত্র হয়। ধর্মীয় মূল্যবোধের পরিচায়ক হলো মানুষের দৈনন্দিন কর্মফল। যা পরিবার, সমাজ,রাষ্ট্রের প্রতিটি কাঠামোতে প্রভাবক হিসেবে ন্যায়ের পথে চলার শক্তি যোগায়। এই ধর্মীয় কাজ সামাজিক কাজের অংশ মাত্র।

এ ধরণের কর্মকাণ্ড ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

মন্তব্য নেওয়া বন্ধ।