চবি ডিবেটিং সোসাইটির সদস্য সংগ্রহ শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন- চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) ২০২২ এর ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (৬ মার্চ) থেকে শুরু হয়েছে ফরম বিতরণ। আগামী ১৩ই মার্চ থেকে ফরম জমাদান কার্যক্রম শুরু হয়ে ৩ এপ্রিল পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট ও বিবিএ ফ্যাকাল্টির বিপরীতে অবস্থিত দুটি বুথে কর্মশালার ফরম পাওয়া যাবে।

সিইউডিএস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিতর্কে অনুপ্রাণিত করা এবং আদর্শ বিতার্কিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে চলছে।
এছাড়া শিক্ষার্থীদের পেশাদার জীবনের জন্য তৈরি করা থেকে শুরু করে একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সিইউডিএস অগ্রগামী ভূমিকা পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সিইউডিএসের এই কর্মশালার আয়োজন হয় প্রতি বছর।

মন্তব্য নেওয়া বন্ধ।