চবি সাইক্লিস্টসের ৫০তম বাইক ফ্রাইডে উদযাপন

“সাইকেল চালাই, জ্বালানি বাঁচাই”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাইক্লিস্টস ৫০তম বাইক ফ্রাইডে উদযাপন করেছে।

শুক্রবার (২১ অক্টোবর) সকালে ৫০তম বাইক ফ্রাইডে উপলক্ষে সাইক্লিস্টসরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে ৫০ কিলোমিটার রাইড সম্পন্ন করে।

জ্বালানির সুষ্ঠু ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। ৫০তম বাইক ফ্রাইডে উদযাপন উপলক্ষে কেক কাটা হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাইক্লিস্টস এর উপদেষ্টা ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাখন চন্দ্র রায়, প্রতিষ্ঠাকালীন সদস্য মোমিনুল হক।

আলোচনা সভায় বক্তারা জ্বালানি সংকট মোকাবেলায় ও পরিবেশ রক্ষায় সাইক্লিং এর গুরুত্ব ও প্রয়োজনীয়তার ওপর বক্তব্য রাখেন।

সিইউসির উপদেষ্টা ড. মাখন চন্দ্র রায় বলেন, “সাইক্লিং খুব ভালো একটি ব্যায়াম। এছাড়া পরিচ্ছন্ন ও প্রগতিশীল ক্যাম্পাস গঠনে সাইক্লিস্টসরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে৷ এ সময় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাইক্লিস্টস এর সার্বিক সমৃদ্ধি ও সদস্যদের সুস্বাস্থ্য কামনা করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন- রাইসুল ইসলাম, আরফাত হোসেন, মোজাম্মেল রাকিব, দিবস দেব সহ প্রায় অর্ধশত সাইক্লিস্টস।

মন্তব্য নেওয়া বন্ধ।