চমেকে পুলিশের হাতে ধরা ৪ দালাল

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ঘোরাঘুরির সময় সন্দেহভাজন ৪ দালালকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দালালির কথা স্বীকার করেছেন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে তাদের ধরা হয়।

আটককৃতরা হলেন- মোরশেদ আলম বাবু (৪১), মো. জিসান (২৪), মো. ফরহাদ (৩৪, মো. জুয়েল (২৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক।

তিনি বলেন, সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় ৪ দালালকে আটক করা হয়েছে। তারা রোগীদের বিভিন্নভাবে হয়রানি করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করে। পরে তাদের আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে রোগীরা চিকিৎসা নিতে চমেক হাসপাতালে আসেন। অনেকের জন্য হাসপাতাল একেবারে নতুন। আর কিছু অসাধু চক্র এর সুযোগ নিয়ে রোগীদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে থাকেন। বিশেষ করে ওষুধের দোকানিদের সাথে যোগসাজশ থাকে ওইসব প্রতারকদের।

মন্তব্য নেওয়া বন্ধ।