চসিকের অভিযানে ফুটপাতের অর্ধশতাধিক দোকান উচ্ছেদ, জরিমানা

চট্টগ্রাম নগরের ফুটপাতে গড়ে ওঠা প্রায় অর্ধশতাধিক দোকান ও দোকানের বর্ধিতাংশ গুটিয়ে দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমান আদালত। এছাড়া ফুটপাত ও সড়কে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৪ ব্যক্তিকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২১ আগস্ট) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পাঁচলাইশ আবাসিক এলাকা, আন্দরকিল্লা ও মোমিন রোডের উভয় পার্শ্বের এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ উচ্ছেদ ও জরিমানা করেন।

জানা গেছে, নগরের ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা দূর করতে দীর্ঘদিন ধরে অভিযান চালাচ্ছে চসিক। তারই ধারাবাহিকতায় এই অভিযান বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এসময় চসিক মেয়রের একান্ত সচিব ও চসিকের ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।