চাঁদ দেখা গেছে, কাল প্রথম রোজা

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রোববার (৩ এপ্রিল) থেকে হিজরি ১৪৪৩ সনের রোজা রাখবেন মুসলমানরা।

শনিবার (২ এপ্রিল) রাতে প্রথম তারাবির নামাজ পড়া হবে এবং দিবাগত রাতে সেহরি খাবেন মুসল্লিরা।

দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিস্কার থাকায় রোববার সন্ধ্যায় স্পষ্টভাবে দেখা যায় হিজরি ১৪৪৩ সনের রমজানের চাঁদ। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি রমজানের চাঁদ দেখার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এ ঘোষণা দেন।

সভায় ধর্মপ্রতিমন্ত্রী ছাড়াও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের নব নিযুক্ত খতিব মুফতি রুহুল আমীন উপস্থিত ছিলেন।

এদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় শনিবার থেকে রোজা শুরু হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।