চেক প্রতারণার ২১ মামলার আসামিকে ঢাকা থেকে ধরলো ডবলমুরিং থানা পুলিশ

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার ২১টি চেকের মামলার পরোয়ানাভুক্ত আসামি তোফাজ্জল হোসেনকে (৬২) ঢাকা থেকে প্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় ডিএমপির রামপুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তোফাজ্জল হোসেন শেরপুর সদরের চরখার চর এলাকার মন্ডল বাড়ীর মো. সুরুজ আলীর ছেলে।

পুলিশ জানায়, তোফাজ্জল হোসেন এক সময় নগরের হালিশহর রামপুরা আবাসিক এলাকায় থাকতেন। তখন ডবলমুরিং থানার আগ্রাবাদে জীবন বীমা অফিসের মেসার্স চট্টলা বোরিং নামে তার একটি প্রতিষ্ঠান ছিল তার। সে সময় বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা গ্রহণ করে চেক প্রদান করে তিনি। এসব চেক ডিজঅনার মামলায় পরোয়াভুক্ত আসামি তোফাজ্জল হোসেন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা রামপুরায় অভিযান চালিয়ে তোফাজ্জল হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ২১টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আজ (মঙ্গলবার) আসামিকে আদালতে প্রেরণ করা হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।