চোর সন্দেহে যুবক আটক

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশ চোর সন্দেহে মোঃ ইলিয়াছ (২৪) নামের এক যুবককে আদালতে প্রেরণ করেছে। রবিবার (২ এপ্রিল) সকালে ওই যুবককে আদালতে প্রেরণ করেছে বলে নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানা পুলিশ।

আদালতে প্রেরণকৃত যুবক নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হরিনারায়নপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে।

জানা গেছে, রবিবার দিবাগত রাতে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের চীনা জুনহাই ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন লিমিটেড এর আশপাশে ঘুরাঘুরির সময় কোম্পানীর লোকজন চোর সন্দেহে তাকে আটক করে। পরে চরশতৎ ফাঁড়ির পুলিশ সকাল ৭ টার সময় ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে জোরারগঞ্জ থানা হস্তান্তর করে।

এ বিষয়ে জানতে চাইলে অঞ্চলের চীনা জুনহাই ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন লিমিটেডের ট্রান্সলেটর প্রণব দাশ বলেন, ‘স্ক্র্যাপ চুরি করতে আসলে আমরা তাকে আটক করে পুলিশকে খবর দিই। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে গেছে।’

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ইলিয়াস হোসেনের বিরুদ্ধে চীনা জুনহাই ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন লিমিটেড কোন অভিযোগ দায়ের করেনাই। সেই জন্য রবিবার সকালে থানার মামলা নং-১৪(১০)২২ চোর সন্দেহে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।