ছাগলে খেত খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

কক্সবাজারের চকরিয়ায় একটি বাদামখেতে ছাগল প্রবেশ করে বাদামগাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘাতের ঘটনায় কুলছুমা বেগম (৪০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার (৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ছাগল মালিক ও খেতের মালিক পরিবারের সদস্যদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৮ জন।
নিহত কুলছুমা বেগম ওই ওয়ার্ডের নুর মোহাম্মদের স্ত্রী।

সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিমুল হক বলেন, শুক্রবার দিনের বেলায় মো. জকরিয়ার খেতের কিছু বাদামগাছ মোহাম্মদের ছাগল খেয়ে ফেলে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বিকেলে দুই পরিবারের মধ্যে বিরোধ মীমাংসাও করা হয়।’ কিন্তু হঠাৎ করে রাতে তারা আবার বিরোধে জড়িয়ে পড়ে। একপর্যায়ে দা ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। এ সংষষে দুপক্ষের মিলে ৮ জন আহত হয়। ঘরতর আহত হয়ে মারা যায় নুর মোহাম্মদের স্ত্রী কুলসুমা বেগম।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, রাতে সংঘষের খবর পেয়েছি। কী কারণে এই সংঘর্ষ ও খুনের ঘটনা ঘটেছে, তা উদ্ঘাটন করতে পুলিশ কাজ করছে।

মন্তব্য নেওয়া বন্ধ।