ছাত্রের আঘাতে নিহত শিক্ষক উৎপল চবির ৪১ ব্যাচের ছাত্র

সাভারের আশুলিয়ায় ছাত্রের ক্রিকেট স্ট্যাম্পের আঘাতে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন শিক্ষক উৎপল কুমার সরকার (৩৫)।

নিহত উৎপল সরকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের (৪১ তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের সহপাঠী বাকলিয়া থানার উপ-পরিদর্শক আবুল কালাম। তিনি বলেন, উৎপল আমাদের বন্ধু ছিলো। আমরা একসাথে চবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পড়েছিলাম। আমরা ৪১ তম ব্যাচে ছিলাম। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

সোমবার (২৭ জুন) ভোরে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উৎপল কুমার সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার এঙ্গেলদানি গ্রামের মৃত অজিত সরকারের ছেলে। তিনি আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের কলেজের পৌরনীতি ও সুশাসন বিষয়ের শিক্ষক এবং শৃঙ্খলা কমিটির সভাপতি ছিলেন।

উৎপলকে হত্যায় অভিযুক্ত দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ঘটনার পর থেকে পলাতক। সে পরিবারের সঙ্গে জামগড়া এলাকায় থাকতো।

মন্তব্য নেওয়া বন্ধ।