জেন্টল পার্কসহ জরিমানা গুনলো ৮ প্রতিষ্ঠান

প্রতিষ্ঠানের নাম ফলক বাংলায় না লিখায় জরিমানা গুনলো নগরীর জেন্টল পার্কসহ নামি-দামী আট প্রতিষ্ঠান। আটটি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমান আদালত এই জরিমানা করেন।

অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

উচ্চ আদালতের নিদের্শনা মোতাবেক বাংলা সাইন বোর্ড না লেখায় নগরীর স্টেশন রোডস্থ দি এলিয়ানা হোটেল এন্ড সুইটকে ৭ হাজার, নিউ মার্কেটের নীচ তলার জেন্টেল ম্যান, জেন্টেলপার্ক, আরটেক্স, ইনফিনিটি, ও প্রাইড শো-রুমকে ৪ হাজার টাকা করে এবং ব্লু মুন ও ট্রাফিককে ৩ হাজার করে আট প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালত পরিচালনাকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম নগর পুলিশের সদস্যরা।

মন্তব্য নেওয়া বন্ধ।