টেকনাফে অপহৃত দুই কৃষক উদ্ধার, আটক ১

কক্সবাজারের টেকনাফের পাহাড় থেকে দুই কৃষককে অস্ত্রের মুখে অপহরণের ঘটনায় অপহরণ চক্রের সদস্য নুরুল আমিনকে (৪০) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ মে) মধ্যরাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়ার পাহাড়ী এলাকা থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দেশিয় একটি এলজি বন্দুক ও ১ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

গ্রেপ্তার নুরুল আমিন টেকনাফের হ্নীলা ইউনিয়নের পানখালী এলাকার মোস্তফা কামালের ছেলে।

বুধবার (৩ মে) টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আবদুল হালিম বলেন, গত ৩০ এপ্রিল টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকার একটি পানের বরজে কাজ করার সময় অস্ত্রের মুখে ২ কৃষককে অপহরণ করে করা হলে টানা ৩৫ ঘণ্টা অভিযান চালিয়ে পুলিশ অপহৃত ২ জনকে উদ্ধার করে। উদ্ধারকৃত অপহৃতের মামলা ও তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নুরুল আমিনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত নুরুল আমিন অপহরণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মন্তব্য নেওয়া বন্ধ।