টেকনাফে ট্রলার ডুবির ঘটনায় আরও এক শিশুর মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় আরও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এখন পর্যন্ত তিন নারী ও এক শিশুসহ মোট ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার জীবিতদের স্ব স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার মনেখালী উপকূল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, মঙ্গলবার সকালে ৪১ জন মালয়েশিয়াগামী নারী পুরুষকে উদ্ধার করা হলেও পরিবার ও পরিজনদের মাঝে খবর পৌঁছাতে না পারায় হস্তান্তর করা যায়নি। আজকে তাদেরকে স্ব স্ব ক্যাম্পে ফেরত দেয়া হবে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. হাফিজুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, তিন নারীর মরদেহ শনাক্ত করা হয়েছে । তাদের দাফনকাজের জন্য রোহিঙ্গা পরিবারকে সহায়তা করা হচ্ছে। রাতে উদ্ধার হওয়া শিশুর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার বয়স আনুমানিক ৪ বছর হবে।

এর আগে এ ঘটনায় ৩ নারীর মরদেহ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার করা হয়েছে ৪৫ জনকে। তাদের পুলিশে সোপর্দ করেছে কোস্টগার্ড। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ৮ নারীসহ ৪১ রোহিঙ্গা এবং ৪ বাংলাদেশি দালাল রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য ভুক্তভোগীদের বরাতে জানা গেছে ট্রলারে ৬০/৭০ জন মালয়েশিয়াগামী ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।