ডেঙ্গুতে ২৪ ঘন্টায় চট্টগ্রামে মারা গেলেন আরও একজন, নতুন আক্রান্ত ৯৪ জন

চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু যেন থামছেই না। গত ২৪ ঘন্টায় আরও একজন মারা গেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এগের দুই দিনে মারা যান চার জন। ২৪ ঘন্টায় নতুনভাবে আরও ৯৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১২ নভেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে বিষয়টি জানানো হয়েছে। এই নিয়ে চলতি বছর চট্টগ্রামে এখনও পর্যন্ত ডেঙ্গুতে নারী, পুরুষ ও শিশুসহ ২৫ জনের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯৪ জন।

জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজার ৫০১ জন। তন্মধ্যে ১৪২ জন চিকিৎসাধীন আছেন। ২৫ জন মৃত্যবরণ করেছেন। ৩ হাজার ৩৩৪ জন চিকিৎসা নিয়ে ঘরে ফিরেছেন।

মন্তব্য নেওয়া বন্ধ।