ডেন্টাল ইমপ্ল্যান্ট বেসিক কোর্স আশার সঞ্চার করেছে

ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ূন কবির বুলবুল বলেছেন, ডেন্টাল ইমপ্ল্যান্ট এসোসিয়েশন অব বাংলাদেশ যে বেসিক কোর্স শুরু করেছে তা এদেশের ডেন্টাল সার্জনদের জন্য আশার সঞ্চার করেছে। যুগোপযোগী সেবার সাথে আধুনিক ডেন্টিস্ট্রির এই অগ্রযাত্রায় বাংলাদেশ ডেন্টাল সোসাইটি সব সময় সাথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

ডা. বুলবুল ডেন্টাল ইমপ্ল্যান্ট এসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ৩য় ডেন্টাল ইমপ্ল্যান্ট বেসিক কোর্সের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজে কোর্স সমাপনী অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন ডেন্টাল ইমপ্ল্যান্ট এসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. মুসলিম উদ্দিন।

এতে আরও বক্তব্য রাখেন ডেন্টাল ইমপ্ল্যান্ট এসোসিয়েশন অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ডা. নজরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. নুরুল আমিন, জয়েন্ট সেক্রেটারি ডা. শেখ মুহাম্মাদ শাহরিয়ার কাদের, চট্টগ্রাম কনভেনিং কমিটির চিফ কনভেনার ডা. সঞ্জয় দাশ, জয়েন্ট কনভেনার অধ্যাপক ডা. শাহিকুল জব্বার ও কনভেনিং কমিটির সেক্রেটারি অধ্যাপক ডা. মুহাম্মদ আলী হোসাইন। প্রোগ্রাম পরিচালনা করেন ডেন্টাল এসোসিয়েশন অব বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ডা. ফুয়াদ আল হাসানাত।

ডেন্টাল ইমপ্লান্ট এর উপর বেসিক কোর্সের পরবর্তীতে আরো অগ্রসর কোর্স পরিচালনা করার জন্য বক্তারা ডেন্টাল ইমপ্ল্যান্ট এসোসিয়েশনকে অনুরোধ করেন, যাতে করে ডেন্টাল প্রফেশন সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে।

মন্তব্য নেওয়া বন্ধ।