তিন উপজেলায় ভোটের মাঠ নিয়ন্ত্রণে ১৭ ম্যাজিস্ট্রেট

চট্টগ্রামের আনোয়ারা, চন্দনাইশ ও বোয়ালখালীর ২৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে থাকবেন জেলা প্রশাসনের ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিন উপজেলার ইউনিয়নগুলোতে আগামীকাল বুধবার (৫ জানুয়ারি) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আনোয়ারা উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা, রাজিব চৌধুরী, শিরিণ আক্তার, মোহাম্মদ আল আমিন সরকার, মোহাম্মদ আতিকুর রহমান ও সুবল চাকমা দায়িত্ব পালন করবেন।

বোয়ালখালী উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনিক, জিসান বিন মাজেদ, মো. রাজীব হোসেন, আবু রায়হান ও এসএমএন জামিউল হিকমা দায়িত্ব পালন করবেন।

চন্দনাইশ উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসান, নাইমা ইসলাম, মিল্টন বিশ্বাস, সজীব কান্তি রুদ্র, আশরাফুল আলম ও মো. মাসুদ রানা দায়িত্ব পালন করবেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নির্বিঘ্নে করার লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবে। দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৬ জানুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় দায়িত্ব পালন করবেন। এছাড়াও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে রিপোর্ট করবেন।

মন্তব্য নেওয়া বন্ধ।