দক্ষিণ আফ্রিকার সিংহ, ওয়াইল্ড বিস্ট এখন চট্টগ্রাম চিড়িয়াখানায়

চট্টগ্রাম চিড়িয়াখানায় নতুন করে যুক্ত হলো দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি করা দুটি সিংহ। বৃহস্পতিবার (১৬ মার্চ) রাত ১০টায় খাচাবন্দি অবস্থায় জোড়া সিংহের সাথে চট্টগ্রাম চিড়িয়াখানায় পৌছে ৮টি ওয়াইল্ড বিস্টও। সিংহ ও ওয়াইল্ড বিস্টগুলো ১৫ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আগামী ১৫ দিন প্রাণীগুলো সরবরাহকারী প্রতিষ্ঠানের তত্বাবধানে থাকবে।

দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি করা সিংহ দুটির একটি নর ও অন্যটি মাদি। ওয়াইল্ড বিস্টগুলোর মধ্যে ৩টি নর ৫টি মাদি।

চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ জানান, আমদানী করা প্রাণীগুলো কোয়ারেন্টাইনে রয়েছে। ১৫ দিনের কোয়ারেন্টাইন শেষ হলে চট্টগ্রাম চিড়িয়াখানা সুস্থতা সাপেক্ষে বন্য প্রাণিগুলো বুঝে নেবে।

প্রসঙ্গত, চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে শতাধিক প্রজাতির অর্ধসহস্রাধিক পশু ও পাখি আছে। পশুর মধ্যে আছে সিংহ, পুরুষ ভাল্লুক, কুমির, চিত্রা হরিণ, মায়া হরিণ, উল্টোলেজি বানর, উল্লুক, হনুমান, গয়াল, সজারু, শেয়াল, মেছোবাঘ, গন্ধগোকুল, জেব্রা ইত্যাদি। পাখির মধ্যে রয়েছে ময়ূর, উটপাখি, ইমু, তিতির, টিয়া, চিল, শকুন, টার্কি, পায়রাসহ একটি পক্ষীশালা এবং প্রচুর অজগর সাপ।

মন্তব্য নেওয়া বন্ধ।