দুবাই বিমানবন্দর থেকে দেশেই ফিরতে হবে কক্সবাজারের আলী হোসেনকে

পাসপোর্টের খোঁজ না মেলায় শেষ পর্যন্ত দেশেই ফিরে আসতে হবে আলী হোসেনকে। বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণালয়ের শ্রম কল্যাণ বিভাগের সহযোগিতায় আলী হোসেনকে ট্রাভেল পারমিটের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের শ্রম কল্যাণ বিভাগ দুবাইয়ের কাউন্সেলর ফাতেমা জাহান। তিনি বলেন, আরব আমিরাত সরকারের আইন অনুযায়ী পাসপোর্ট ছাড়া আলী হোসেন দুবাইতে প্রবেশ করতে পারবেন না। আমরা তাকে দেশে ফেরৎ যেতে ট্রাভেল পারমিটের ব্যবস্থা করে দিচ্ছি।

তিনি দেশে ফিরে আবার পাসপোর্ট করিয়ে দুবাই ফেরৎ যেতে পারবেন বলে চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন দূতাবাসের সিনিয়র এক কর্মকর্তা।

এর আগে ৭ জানুয়ারি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন করে ৫ ঘন্টা ৪৫ মিনিট আকাশ পথে উড়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান কক্সবাজারের ছেলে আলী হোসেন। কিন্তু সেখানে ইমিগ্রেশন করতে গিয়ে দেখেন ব্যাগে তার পাসপোর্ট নেই।

সেই থেকে এখন পর্যন্ত আলী হোসেনে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষায় আছেন।

মন্তব্য নেওয়া বন্ধ।