দেড়যুগ পর আনোয়ারায় আওয়ামী লীগের সম্মেলন শনিবার

দীর্ঘ দেড়যুগ পর চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল শনিবার।সম্মেলন উপলক্ষে ইতিমধ্যে শেষ হয়েছে যাবতীয় প্রস্ততি।

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজি এক সংবাদ সম্মেলনে সার্বিক বিষয় জানান উপজেলা আওয়ামী লীগ।

সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক এমএ মালেক।

সংবাদ সম্মেলনে এম.এ মান্নান চৌধুরী বলেন, দীর্ঘদিন পর আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের অভিভাবক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া জেলা ও কেন্দ্রীয় নেতারাও সম্মেলনে উপস্থিত থাকবেন। সম্মেলনে ১৫ থেকে ২০ হাজার মানুষ উপস্থিত হবেন আমরা বলে ধারণা করছি। তবে কমিটি গঠনের বিষয়টি জেলা আওয়ামীলীগ সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, সম্মেলনের সব ধরণের প্রস্তুতি শেষ। দলকে গতিশীল করার লক্ষে নতুন নেতৃত্বে যারাই আসবেন সবাইকে নিয়ে মিলে মিশে কাজ করব।

এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল, নোয়াব আলী চেয়ারম্যান, সুগ্রীব মজুমদার দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, বারশতের চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ, রায়পুরের চেয়ারম্যান আমিন শরীফ, সদরের চেয়ারম্যান অসীম কুমার দেব, জুঁইদন্ডীর চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিছ, হাইলধরের চেয়ারম্যান কলিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা ছগির আজাদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ছৈয়দ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আকবর, যুবলীগের যুগ্ম আহ্বায়ক অনুপম চক্রবর্তী প্রমুখ।

মন্তব্য নেওয়া বন্ধ।