নগরীতে এবার ৬ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) যৌথ অভিযানে চট্টগ্রাম নগরীতে কম দামে কিনে বেশি দামে বিক্রি করার উদ্দেশ্যে গুদামজাত করা ৬ হাজার ১২০ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়েছে।

রোববার (১৫ মে) সকালে সল্টগোলা ক্রসিং এলাকার ঈশান মিস্ত্রির হাট বাজারের মেসার্স আসআদ বাণিজ্যালয়ে এ যৌথ অভিযান চালানো হয়।

বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম নগরীর উপ-পরিচালক মো. ফয়েজ উল্লাহ।

তিনি বলেন, প্রতিষ্ঠানটি পূর্বে ক্রয়কৃত (সয়াবিন ১৩৩ টাকা, পাম ১২৭ টাকা) খোলা সয়াবিন ও পাম তেল প্রায় ৬১২০ লিটার বিভিন্ন স্থানে গুদামজাতকরণ করে রেখেছিল। কিন্তু মজুদকৃত তেল বিক্রি করা হচ্ছে বর্তমান বর্ধিত মূল্যে। র‌্যাবের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আমরা উক্ত তথ্য উদঘাটন করতে সমর্থ হই।

উক্ত অপরাধে এই প্রতিষ্ঠানকে প্রশাসনিক আড়াই লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং জব্দকৃত তেলসমূহ পূর্বের মূল্যে বিক্রি করার জন্য মুচলেখা নেওয়া হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।