নগরীতে ৪ আড়তদারকে জরিমানা, ১টি সিলগালা

নগরীর পাহাড়তলী বাজারে বেশি দামে চাল বিক্রি ও অতিরিক্ত মজুদ করায় চার আড়তদারকে জরিমানা করেছে প্রশাসন। এ সময় লাইসেন্স না থাকায় একটি আড়ত সিলগালা করা হয়।

বুধবার (১ জুন) চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুকের নেতৃত্বে এ অভিযান চলে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।

জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক বলেন, কিছু অসাধু ব্যবসায়ী চালের দাম বৃদ্ধি ও অতিরিক্ত চাল মজুদ করে বাজার অস্থিতিশীল করছিল। আমরা পাহাড়তলী চালের বাজারে অভিযান পরিচালনা করেছি।

এসময় বেশি দামে চাল বিক্রি এবং অতিরিক্ত মজুদের দায়ে মেসার্স বাগদাদ ট্রেডিংকে বিশ হাজার টাকা, মেসার্স শাহজালাল স্টোরকে দশ হাজার টাকা, বিসমিল্লাহ ট্রেডার্সকে দুই হাজার টাকা ও মেসার্স রাইচ হাউসকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ফুড গ্রেন লাইসেন্স না থাকার কারণে আমেনা ট্রেডার্স সিলগালা করা হয় বলে জানান ওমর ফারুক।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা খাদ্য অফিস, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা।

মন্তব্য নেওয়া বন্ধ।