নদী সচেতনতায় চবিতে রিভার ক্লাব

শিক্ষার্থীদের মধ্যে নদী সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘রিভার ক্লাব’ গঠিত হয়েছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ ক্লাবের উদ্বোধন করা হয়।

ক্লাবটির উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি ও হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর ড. মো. মঞ্জরুল কিবরীয়া ও সহযোগী অধ্যাপক ড. যাদব কুমার বিশ্বাস।

এ বিষয়ে অধ্যাপক ড. মঞ্জরুল কিবরীয়া বলেন, দেশকে রক্ষা করতে হলে নদী রক্ষার বিকল্প নেই। ভবিষ্যৎ নেতৃবৃন্দের মধ্যে যদি আমরা নদী সচেতনতা ও নদীর প্রতি দায়িত্ববোধ তৈরি করতে না পারি তাহলে দেশ ও জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব হবে না। ওই চিন্তা থেকেই মূলত রিভার ক্লাব গঠন করা হয়েছে৷

তিনি আরো বলেন,এখানে বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিভাগের শিক্ষার্থীরা সদস্য হতে পারেবে। আমরা ক্লাবের সদস্যদেরকে নদী সচেতনতামূলক বিভিন্ন ট্রেনিং প্রদান করব।

মন্তব্য নেওয়া বন্ধ।