নিউজিল্যান্ড সফর– দ্বিতীয় টেস্ট হেরে সিরিজ ড্র করলো বাংলাদেশ

নিউজিল্যান্ড সফরের প্রথম টেস্টে ৮ উইকেটে কিউইদের হারিয়ে উড়তে থাকা টাইগাররা দ্বিতীয় টেস্টে হারলো ইনিংস ও ১১৭ রানের ব্যবধানে। দ্বিতীয় ইনিংসে লিটন দাসের আশা জাগানিয়া সেঞ্চুরি কোন কাজে আসেনি।

মঙ্গলবার (১১ জানুয়ারি) নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হেগলি ওভালে দ্বিতীয় টেস্ট হারায় সিরিজি ড্র হয়েছে।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ড সংগ্রহ করে ৬ উইকেটে ৫২১ রান। ইনিংস ঘোষণার জবাবে ১২৬ রানেই অলআউট হয়ে ফলোঅনে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে লিটনের সেঞ্চুরি সত্ত্বেও টাইগারদের ইনিংস থামে ২৭৮ রানে।

ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে লিটন খেলেন ১০৫ বলে। জেমিসনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ১৪টি চার ও ১ ছক্কায় তার সেঞ্চুরি সাজান লিটন।

বিদায়ী টেস্টে লম্বা ইনিংস না খেললেও বল হাতে সফল হন টেইলর। সওভারের তৃতীয় বলেই ইবাদত হোসেনের উইকেটও তুলে নিয়ে সবাইকে অবাক করে দেন।

নিউ জিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ডে ড্যানিয়েল ভেটোরিকে ছুঁয়েছেন টেইলর (১১২টি) টেস্ট ক্রিকেটকে বিদায় জানান। টেস্টে ও আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ডও তার।

মন্তব্য নেওয়া বন্ধ।