নিজ হাতে বয়োবৃদ্ধদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন মোশাররফ

নতুন বছর নতুন দিন। আনন্দ উল্লাসে নিজের মতো করে দিন কাটিয়েছেন কম-বেশি সবাই। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন যেন একটু ব্যাতিক্রম। ছুটে গিয়েছেন নিজ এলাকায়। একসাথে সময় কাটিয়েছেন উপজেলার বিভিন্ন স্তরের মানুষের সাথে। নিজ হাতে বয়োবৃদ্ধদের গায়ে জড়িয়ে দিয়েছেন কম্বল। মনভরে শুনেছেন তাদের কথা। মমতামাখা সেই কম্বল পেয়ে খুশি এলাকাবাসীও। কারণ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তাদের আতি আপন। আর বছরের প্রথম দিনে আপনজনের হাতের উপহার কার না ভালো লাগে।

রোববার (১ জানুয়ারি) সকালে উপজেলার ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়ন মিলনায়তনে প্রায় এক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মোশাররফপূত্র মাহবুব রহমান রুহেলের সৌজন্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের হাতে শীতবস্ত্র পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এলাকাবাসী। শীতবস্ত্র পাওয়া আমেনা বেগম বলেন, গ্রামে অনেক শীত পড়ছে। পুরাতন কাঁথা দিয়ে শীত মানায় না। কম্বলটি পেয়ে খুব ভালো লাগছে। এটি শীতে ককে দেবে।

কৃষক হকসাব বলেন, বাঁশের বেড়ার ফাঁক দিয়ে অনেক বাতাস ডুকে। বিছানার নিচে শুকনো খড় দিয়েছি গরম লাগার জন্য কিন্তু কাঁথা ঠান্ডা হয়ে ঘুমানোর সময় পায়ে অনেক শীত লাগে। কম্বলটি পেয়ে অনেক উপকার হবে। এমপি সাব নিজ হাতে কম্বল গায়ে জড়িয়ে দিয়েছেন।

মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম দিদারের সার্বিক ব্যবস্থাপনায় এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সব সময় অসহায় মানুষের পাশে থাকে। আর বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকার সময় দেশে লুটপাট হয়েছে। দেশ এখন উন্নয়নের উচ্চ শিখরে পৌঁছে গেছে। তারই ধারাবাহিকতায় মিরসরাই উপজেলাজুড়ে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে।

এই উন্নয়নের ধারা অব্যাহত থাকতে আগামী নির্বাচনেও নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রাখার আহ্বান জানান তিনি।

উপজেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন চৌধুরী সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী সহ ইউপি সদস্যবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

মন্তব্য নেওয়া বন্ধ।