নৌকা প্রার্থীর বিপক্ষে আওয়ামী লীগ নেতাকর্মীদের গণসংযোগ

কর্ণফুলী উপজেলা নির্বাচন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরীর বিপক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে।

প্রতীক বরাদ্দের প্রথমদিন থেকে আওয়ামী লীগের বহিস্কৃত উপজেলা চেয়ারম্যান পদে মোহাম্মদ আলীর পক্ষে প্রকাশ্যে আনারস প্রতীকে উপজেলার বিভিন্নস্থানে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীসহ উপজেলার ৩ ইউনিয়নের চেয়ারম্যানরাও।

তাদের মধ্যে রয়েছে- উপজেলা যুবলীগ সহ সভাপতি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দিন মুরাদ, বড়উঠান ইউনিয়নের চেয়ারম্যান মো. দিদারুল আলম, শিকলবাহা ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, জুলধা ইউনিয়নের নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান হাজী নুরুল হকসহ রয়েছে উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির ছাত্রলীগ নেতারাও।

এর আগে শুক্রবার (২১ অক্টোবর) বিকালে নৌকার পরিবর্তে আনারস মার্কায় ভোট চাওয়ার অভিযোগ উঠেছে চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছৈয়দ আহমদের বিরুদ্ধে।

এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে মিশ্র-প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নৌকার পরিবর্তে আনারস মার্কায় ভোট চাওয়ায় তার ওপর ক্ষুব্ধ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শুক্রবার বিকেলে চরপাথরঘাটার ইছানগর এলাকার বিভিন্ন বাজারে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ওয়াহেদ, বিএনপি নেতা আব্দুর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুল মোতালেবকে সঙ্গে নিয়ে তিনি আনারসের পক্ষে গণসংযোগ করে ভোট চাইলেন।

এসব অভিযোগ করেছেন, দলীয় মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান উপেজলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপিত ফারুক চৌধুরীসহ দলের একাধিক নেতাকর্মীরা। সামাজিক মাধ্যম ফেসবুকেও এ নিয়ে নানা আলোচনা সমালোচলা চলছে।

জানা যায়, কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান চেয়ারম্যান ফারুক চৌধুরী। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী চরলক্ষ্যা সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী (আনারস)। মোহাম্মদ আলী চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছৈয়দ আহমদের আপন বড় ভাই।

যদিও এ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অধিকাংশ নেতাকর্মী নৌকার বিপরীতে অবস্থান নিয়েছেন।

বার বার চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান মাঠে এসে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান ও যারা নৌকার বিরুদ্ধে যাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথা জানালেও দলীয় নেতাদের বিরুদ্ধে অমান্য করার অভিযোগ উঠেছে।

আনারস প্রতীকে ভোট চাইলে কোনো সমস্যা নাই। বড়উঠানের দিদার চেয়ারম্যান, জুলধার নুরুল হক চেয়ারম্যান, শিকলবাহার জাহাঙ্গীর চেয়ারম্যানসহ আওয়ামী লীগ, যুবলীগের পদে থাকা অনেকেই তো প্রকাশ্যে আনারসে ভোট চাচ্ছে বলে দাবি করেন চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছৈয়দ আহমদ।

রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ফারুক চৌধুরীর (নৌকা) সাথে চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী (আনারস) প্রতীকে লড়বেন।

ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থীর মধ্যে উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক আমির আহমদ (চশমা), উপজেলা যুবলীগ সহ সভাপতি মহিউদ্দিন মুরাদ (উড়োজাহাজ) এবং মো. আবদুল হালিম (তালা) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে মোমেনা আক্তার (কলস), বানাজা বেগম (হাঁস), ডা. ফারহানা মমতাজ (ফুটবল) এবং রানু আকতার (বৈদ্যুতিক পাখা) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামী ২ নভেম্বর ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার মোট ভোটার ১ লাখ ৭ হাজার ৭৯৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫৩ হাজার ৫৯৯ জন ও মহিলা ভোটার ৫৪ হাজার ২০০ জন। মোট ৪২টি কেন্দ্রে তারা ভোট প্রদান করবেন।

মন্তব্য নেওয়া বন্ধ।