পটিয়ায় পৃথক অগ্নিকাণ্ডে ১১ বসতঘর পুড়ে ছাই, নিহত ১

চট্টগ্রামের পটিয়ায় পৃথক দুই স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১১ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া অগ্নিদগ্ধ হয়ে পুত্র নয়ন দাশ (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) রাত ১১টায় উপজেলার কেলিশহর ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ড দাশ পাড়ার বসতবাড়িতে প্রথম আগুন লাগে। পরে রাত ২টার দিকে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হিন্দু পাড়ায় ফের আগুন লাগার ঘটনা ঘটে।

নিহত নয়ন দাশ কেলিশহর ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ড দাশ পাড়ার স্বপন দাশের পুত্র ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রান্নার চুলা থেকে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় নয়ন দাশ ঘর থেকে আসবাবপত্র উদ্ধার করতে গেলে আগুনের ধোঁয়া এবং তাপে সেখানে আটকে পড়ে সে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা নিয়ে যেতে বলেন৷ ঢাকা নিয়ে যাওয়ার পথে সেখানে তার মৃত্যু ঘটে।

এদিকে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের হিন্দু পাড়ায় আগুন লাগে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও আগুন লেগে ৭টি ঘর ক্ষতিগ্রস্ত হয়।

পটিয়া ফায়ার সার্ভিসের ফায়ার লিডার তপু বড়ুয়া বলেন, আগুন লাগার ঘটনা শুনে আমরা ১১টায় কেলিশহরে ছুটে যাই। আমরা যাওয়ার পূর্বেই ৪টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। রাত ১টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এরমধ্যে কোলাগাঁওয়ে আগুন লাগার খবর এলে রাত ২টায় সেখানে ছুটে যায়। সেখানে ৫টি ঘর ক্ষতিগ্রস্ত হয়। দুইস্থানে আগুন লেগে ১১টি বসতঘর পুড়ে গেছে।

মন্তব্য নেওয়া বন্ধ।