পটিয়ায় প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা পেলেন ৩০ জন

চট্টগ্রামের পটিয়া উপজেলায় প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা পেয়েছেন ৩০ জন দরিদ্র অসুস্থ ব্যক্তি। এসময় উপজেলার বিভিন্ন গ্রামের অসহায়, দরিদ্র ব্যক্তিদের চিকিৎসা সহায়তা হিসেবে মোট ১৩ লাখ ৭০ হাজার টাকা দেওয়া হয়। চার বছর ধরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে এ পর্যন্ত পটিয়া উপজেলার তিন শতাধিক অসুস্থ, পক্ষাঘাতগ্রস্তসহ দরিদ্র ও অসহায় নারী-পুরুষকে চিকিৎসা সহায়তা হিসেবে প্রায় আড়াই কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে বিজিএমইএ সাবেক সহ-সভাপতি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নাছির অর্থ সহায়তার এসব চেক সবার হাতে তুলে দেন।

চেক বিতরণকালে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মোজাহেরুল আলম চৌধুরী, নাছির উদ্দিন, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, জয়নাল আবেদীন, আশীষ তালুকদার, সবুজ বড়ুয়া, মাঈনুদ্দিন চৌধুরী, মহিউদ্দিন মহি, মোহাম্মদ নাজিম উদ্দিন,আব্দুল মালেক, নাজিম উদ্দীন তালুকদার, হাজী আরিফুর রহমান শাহ্ মোহাম্মদ ইদ্রিস চৌধুরী, আলী ওসমান, প্রতিমা চৌধুরী, ওসমান গনি, রতন দে, শিমুল দত্ত, জসিম উদ্দিন, নাছির উদ্দিন বাদশা, রঞ্জন বড়ুয়া, হাসিনা আকতার চৌধুরী, শেখ শাখাওয়াত হোসেন খোকন, ফয়েজুল ইসলাম এস এম পারভেজ, হাবিবুল্লাহ্ মানিক, সাইফুল আলম শাপলা, বেলাল উদ্দিন, ইসমাঈল, রিয়াদুর রহমান, নুরুল আফছার, অর্ক মিত্র, ওয়াহিদুল আলম মিন্টু, মঈন উদ্দিন বিপু, ওয়াসিক সাকিব, সেলিম উদ্দিন, বোরহান উদ্দিন ফায়সাল, বেলাল হোসেন মানিক, টিপু, আরমান উদ্দিন রুমেল, ফরিদুল আলম প্রমুখ।

মন্তব্য নেওয়া বন্ধ।