পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকারের সাথে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রতিনিধি দলের মতবিনিময়

পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সাথে মতবিনিময় করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাব প্রতিনিধি দল। শুক্রবার(১৭ মার্চ) বিধানসভা ভবন পরিদর্শনের পর স্পিকারের কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি বলেন, ভারত-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। এ সম্পর্ক দিন দিন আরও দৃঢ় হচ্ছে। পরস্পরের সহযোগিতার মাধ্যমে দুই দেশের অগ্রগতি আরও গতিশীল হবে। বাংলাদেশের দ্রুত উন্নয়নেরও প্রশংসা করেন তিনি।

মতবিনিময়ে অংশ নেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, গ্রন্থাগার সম্পাদক আহমেদ কুতুব, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ এবং মঞ্জুরুল আলম মঞ্জু।

তারা মতবিনিময়ের সুযোগ দেয়ার জন্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।

এর আগে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতি বিজড়িত কলকাতা মৌলানা আজাদ কলেজের (ইসলামিয়া কলেজ) বেকার গর্ভমেন্ট হোস্টেলে স্হাপিত ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাইকমিশনার আন্দালিব ইলিয়াস এবং প্রেস ক্লাব কলকাতার নেতৃবৃন্দসহ বিশিষ্টজনেরা।

মন্তব্য নেওয়া বন্ধ।