পিবিআই চমক—মিত্যু হত্যার ৭ বছর পর দেখা মিলল কালুর

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলার আসামি মো. খাইরুল ইসলাম কালুকে সাত বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো ইউনিট।

শনিবার (৩ জুন) বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কি। তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে পিবিআই খাইরুল ইসলাম কালুকে গ্রেপ্তার করে। এরপর আমাদের থানায় হস্তান্তর করে। আমরা আদালতে সোপর্দ করলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

এক প্রশ্নের জবাবে ওসি মাহবুব মিল্কি বলেন, আইন অনুযায়ী কালু কারাগারে থাকবে। মামলার পরবর্তী ধার্য দিবসে তাকে আদালতে তোলা হবে। কালু পলাতক থাকায় তার অনুপস্থিতে মামলার বিচার চলছে। তার সাক্ষ্য কিংবা রিমান্ড সব কিছুই আদালতের ইখতিয়ারে।

মিতু হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি খাইরুল ইসলাম কালু প্রকাশ কসাই কালু রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের মৃত মতিউর রহমান সোনামিয়ার ছেলে।

২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় খুন হন মাহমুদা খানম মিতু। মিতু হত্যা মামলায় আসামিরা হলেন- তার স্বামী বাবুল আক্তার, খায়রুল ইসলাম, মোতালেব মিয়া ওরফে ওয়াসিম, আনোয়ার হোসেন, এহতেশামুল হক ভোলা, শাহজাহান মিয়া, কামরুল ইসলাম শিকদার মুছা। ভোলা জামিনে এবং মুছা এখনো নিখোঁজ রয়েছে। সাত আসামির অপর চারজন কারাগারে আছেন।

মন্তব্য নেওয়া বন্ধ।