পেকুয়ায় ভয়াবহ আগুন, আহত ৬

কক্সবাজারের পেকুয়ায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে ফায়ার সার্ভিসের তিন কর্মী সহ ৫জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশংঙ্কাজনক।

রবিবার(৩০ অক্টোবল) বিকাল সাড়ে ৬টার দিকে সদর ইউনিয়নের চৌমুহনী কলেজ গেইট স্টেশনের একটি গ্যাসের দোকান থেকে আগুনের সুত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

পেকুয়া, চকরিয়া,বাঁশখালী সহ ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক সাথে দেড় ঘন্টা কাজ করার পরও রিপোর্ট লেখা পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি।

আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কয়েক জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ২ কোটি টাকার মত ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বকলে ধারণা করা হচ্ছে।

পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমা বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণের কাজ চলমান।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সাংসদ জাফর আলম, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপী দেওয়ান,কক্সবাজার জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ পরিদর্শক তফিকুল আলম। সার্বিক তত্ত্বাবধানে আছেন পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমা।

মন্তব্য নেওয়া বন্ধ।