প্রকৌশলী গোলাম ইয়াজদানির ওপর হামলার ঘটনায় চসিক ঠিকাদার সমিতি নিন্দা

চট্টগ্রাম সিটি করপোরেশন টাইগারপাস অস্থায়ী কার্যালয়ের পিডির দপ্তরে কতিপয় ঠিকাদার কর্তৃক হামলা ও ভাংচুরের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন ঠিকাদার সমিতির নেতৃবৃন্দ।
সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে ঠিকাদার সমিতির এক জরুরী সভা সমিতির সভাপতি সৈয়দ মাহমুদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু ফরহাদ চৌধুরী সাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

জরুরি সভায় উপস্থিত সদস্যগণ সর্বসম্মতিক্রমে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। পাশাপাশি নিরীহ ঠিকাদাররা যাতে ওই ঘটনার কারণে হয়রানির স্বীকার না হয় সে ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শামসুল আলম, আবুল কালাম, যুগ্ম সম্পাদক মো. সালাউদ্দিন, রেজাউল করিম ছিদ্দিকী শাহিন, সাংগঠনিক সম্পাদক মো. নেছার উদ্দিন, অর্থ সম্পাদক শাহ সেলিম খালেদ, ক্রীড়া সম্পাদক ফরিদুদ্দিন ফরহাদ, প্রচার সম্পাদক আসহাব রসুল জাহেদ, সাংস্কৃতিক সম্পাদক মো. আতিক উল্লাহ, নির্বাহী সদস্য এস এম তৌহিদুল হক, ইফতেকার হোসেন বাবু, মো.নাছির তালুকদার, মো. আমির উদ্দিন, মো.ইসমাইল হোসেন, মো. বেলাল হোসেন, মো.হান্নান প্রমূখ।

প্রসঙ্গত, গত ২৯ জানুয়ারি নগরের টাইগারপাসে সিটি কর্পোরেশনের অস্থায়ী কার্যালয়ে ২০ থেকে ২৫ জন ঠিকাদার প্রকৌশলী গোলাম ইয়াজদানিকে মারধর করেন। হামলাকারীরা প্রকল্প পরিচালকের কক্ষে ঢুকে উপর্যুপরি কিলঘুষি মারতে থাকেন। অফিস সহকারী তাকে রক্ষা করতে গেলে তিনিও মারধরের শিকার হন। এ ঘটনায় চসিক তদন্ত কমিটি গঠন করেছে। অপর দিকে থানায় দায়ের হওয়া মামলা সূত্রে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তারও করেছে।

মন্তব্য নেওয়া বন্ধ।