প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আগামী ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সফল করার লক্ষে আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় চাতরী চৌমুহনী বাজারের চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, আগামী ৪ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর চট্টগ্রামের জনসভা জনসমুদ্রে পরিণত করতে হবে। আমাদের রাজনৈতিক অভিভাবক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়ের এলাকা থেকে সবচেয়ে বেশি মানুষের সমাগম করে ভূমিমন্ত্রীর মুখ উজ্জল করতে হবে। এজন্য সবাইকে এখন থেকে সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ হয়ে সকল আওয়ামীলীগ নেতাকর্মীসহ সাধারণ মানুষের কাছে গিয়ে জনসভায় উপস্থিত হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে।

তারা আরও বলেন, আমরা বিএনপির জনসভা থেকে কয়েক গুণ মানুষ উপস্থিত করে সারাদেশের মানুষকে দেখিয়ে দিব আওয়ামীলীগ সরকারকে সাধারণ মানুষ এখনো কতটা ভালবাসে।

চাতরী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুচ্ছফা মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন—উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল মনছুর মো. মাইনুদ্দিন, শ্রম বিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দিন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক ও চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মফিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শওকত ওসমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ছৈয়দুল হক, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হারুন, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আব্দুল হাফেজ, প্রণতোষ দত্ত, তপন দত্ত, রাশেদ নেওয়াজ চৌধুরী ছোট্টু, হাজী বজল আহমদ, মো. জসিম উদ্দিন, ফিরোজ আহমদ খান চৌধুরী, আবু সুলতান মানিক, মহিউদ্দিন মানিক, আবুল মনছুর, আবু বক্কর, উপজেলা ছাত্রলীগ নেতা মো. এরফান আলী প্রমুখ।

মন্তব্য নেওয়া বন্ধ।