প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব আর নেই

দেশের অন্যতম প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খন্দকার মাহবুব হোসেন চার দফায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে দুবার দায়িত্ব পালন করেছেন তিনি।
শনিবার (৩১ ডিসেম্বর) রাত পৌনে ১১টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন ৮৪ বছর বয়সী খন্দকার মাহবুব হোসেন। গত ২৮ ডিসেম্বর তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস (কাজল) গণমাধ্যমকে তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। বিএনপির ভাইস খন্দকার মাহবুব হোসেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আদালতে মামলা লড়তেন।

খন্দকার মাহবুব হোসেনের জন্ম ১৯৩৮ সালের ২০ মার্চ বরগুনা জেলার বামনায়। ১৯৬৭ সালে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। পরে আপিল বিভাগের আইনজীবী হিসেবেও তিনি তালিকাভুক্ত হন।

বিশিষ্ট এই আইনজীবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শোকবার্তায় প্রধান বিচারপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

মন্তব্য নেওয়া বন্ধ।