প্রসব বেদনায় কাতর মানসিক ভারসাম্যহীন নারীকে হাসপাতালে নিলো পুলিশ

চট্টগ্রামের জামালখানে প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন এক মানসিক ভারসাম্যহীন নারী। তার চিৎকার ও কান্নাকাটিতে থমথমে হয়ে ওঠে আশেপাশের পরিবেশ। মানসিক ভারসাম্যহীন অন্তঃসত্ত্বা নারীটির এমন করুণ পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে কোতয়ালী থানা পুলিশ। জরুরী সেবা ৯৯৯ এর কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

অন্তঃসত্ত্বা মানসিক ভারসাম্যহীন মহিলাটির শারীরিক অবস্থার অবনতি দেখে ইনোভা হাসপাতাল থেকে ডাক্তার ও নার্সদের ডেকে আনে পুলিশ। এসময় ডাক্তার ও নার্সদের প্রচেষ্টার মহিলাটি একটি ছেলে সন্তান প্রসব করে।

সোমবার (২৩ জানুয়ারি) নগরীরর জামালখান মোড এলাকার ইনোভা হাসপাতালের পাশে রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রসবের সময় মহিলাটির প্রচুর রক্তপাত হওয়ায় তাকে এ্যাম্বুলেন্স যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে। বর্তমানে মহিলাটি আশঙ্কামুক্ত। বাচ্চা ও মা দুজনই সুস্থ আছে।

মন্তব্য নেওয়া বন্ধ।