ফটিকছড়িতে ইউএনওর হস্তক্ষেপে আরও এক বাল্যবিয়ে বন্ধ

চট্টগ্রামের ফটিকছড়িতে ইউএনওর হস্তক্ষেপে এবার বন্ধ ১৭ বছর বয়সী আরও এক কিশোরীর বাল্যবিয়ে। এসময় বাল্যবিয়ে আয়োজন করায় মেয়ের মাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করেছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত ৭টার দিকে ফটিকছড়ি পৌরসভার ৪নং ওয়ার্ডের রাজু সুলতান বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অপরাধে দণ্ডিত সেলিনা আকতার ওই এলাকার শাহ আলমের স্ত্রী ও কনের মা। বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান সানি।

তিনি বলেন, গোপন তথ্যের মাধ্যমে আমরা এই বাল্যবিয়ের খবর পায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ১৭ বছর বয়সী এক নাবালিকা মেয়ের বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে। বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ০৮ ধারা লংঘন করার অপরাধে কনের মা সেলিনা আকতার ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য নেওয়া বন্ধ।