ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ফটিকছড়িতে শয়ন কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তানজিদা নাছরিন লিমা (২৭) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ মে) সকালে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কাজিরখীল গ্রামের আমির হোসেন মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ঐ এলাকার প্রবাসী আব্দুর রহমানের স্ত্রী। তাদের ৬ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

নিহত পরিবারের দাবি যৌতুকের কারণে শ্বশুরবাড়ির লোকজন মিলে লিমাকে হত্যা করে লাশ রশিতে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাইছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে লিমার ভাসুর ভাই মুরাদকে ফোন করে জানায় লিমা খুব অসুস্থ তাড়াতাড়ি আসতে হবে। এরপর তারা গিয়ে দেখে খাটের উপর হাটু মোড়ানো অবস্থায় লিমার লাশ ঝুলানো। পরে সকাল ৯ টার দিকে পুলিশ গিয়ে লাশ নামিয়ে আনে।

লাশ উদ্ধারকারী ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এস আই) মুহাম্মদ ইমাম হোসেন বলেন, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পোর্সমর্টেম রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

অন্যদিকে, দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের হাটহাজারী সার্কেলের এএসপি শাহাদাত হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্তব্য নেওয়া বন্ধ।