ফটিকছড়ি থেকে অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক

চট্টগ্রামের ফটিকছড়ি থানার নানুপুর এলাকা থেকে মো. মীর কাশেম (৪০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৭। মীর কাশেম একই থানার পশ্চিম নানুপুর এলাকার মৃত ফজিল আহাম্মদের ছেলে।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব। র‌্যাবের দাবী মীর কাশেম অস্ত্র বেচা-কেনায় জড়িত।

শনিবার (১ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) ফ্লাইট লেফট্যানেন্ট নিয়াজ মোহাম্মদ চপল।

তিনি বলেন, শুক্রবার রাতে নানুপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ কাশেমকে আটক করা হয়েছে। কাশেম চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ফ্লাইট লেফট্যানেন্ট নিয়াজ মোহাম্মদ চপল।

মন্তব্য নেওয়া বন্ধ।