ফুলকলিতে মেয়াদোত্তীর্ণ খাদ্য, ভোক্তা অধিকারের জরিমানা

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চৌধুরীহাট এলাকায় অবস্থিত ফুলকলিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকী টিম। এই অপরাধে ৫ হাজার টাকারা জরিমানা আরোপ করা হয়।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
ফুলকলি ছাড়াও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় বিসমিল্লাহ ফার্মাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার বলেন, অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় বিসমিল্লাহ ফার্মাকে দশ হাজার এবং মেয়াদোত্তীর্ণ শিশু খাবার সংরক্ষণের দায়ে ফুলকলিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে ৯ম এপিবিএন’র একটি টিম উপস্থিত থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিমকে সহযোগিতা করেছে।

মন্তব্য নেওয়া বন্ধ।