ফ্লাইওভারের ওপরে যানজট, নীচে জলজট–অচল শতাধিক গাড়ি

শুক্রবার (১৭ জুন) সারাদিন থেমে থেমে ঝরেছে বৃষ্টি। মাঝে মধ্যে অঝোর ধারায় ঝরলেও, বেশিরভাগ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। সারাদিন বৃষ্টি ভোগালেও রাত ৯টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় ৪৯ মিটিমিটার বৃষ্টি রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস।

এই বৃষ্টিতেই চরম ভোগান্তির শিকার নগরবাসী। নিচু এলাকায় জমেছে পানি। আর মুরাদপুর থেকে জিইসি পর্যন্ত আগের মতোই পানি জমে সড়কেই বিকল হয়েছে শতাধিক যানবাহন।

২ নম্বর গেইট ষোলশহর থেকে গণমাধ্যমকর্মী তাসনীম হাসান বলেন, অফিস শেষে বাসায় ফিরতে গিয়ে ষোলশহরে আটক পড়েছি। গাড়ির দীর্ঘ সারি। রাস্তার দুপাশেই পানিতে আটকে আছে শতাধিক গাড়ি। সবগুলোর ইঞ্জিনে পানি ঢুকে বিকল হওয়া।

নীচের পানি এড়িয়ে যারা ফ্লাইওভার ব্যবহার করেছেন তারাও পড়েছে যানজটে। যানজটে আটকা পড়া মুহিবুল্লাহ খান রাত সাড়ে ৯টায় বলেন, নীচে পানির কারণে ফ্লাইওভার ব্যবহার করলাম ঘরে ফিরতে গিয়ে। আধ ঘন্টার বেশী গাড়িতে বসে আসি। গাড়ি এগুনোর কোনো লক্ষণ নেই।

অপরদিকে শহরের বৃহত্তর বাকলিয়া, চকবাজার, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকাসহ নিম্নাঞ্চল পানিতে তলিয়ে ছিল সারাদিন।

আবহাওয়া অফিস আগেই জানিয়ে রেখেছে আষাঢ়ে ভারি বর্ষণের কথা। জলাবদ্ধতার পাশাপাশি শঙ্কা রয়েছে পাহাড় ধ্বসেরও।

মন্তব্য নেওয়া বন্ধ।