বরিশাল থেকে অতিরিক্ত পুলিশ সুপার মহররমকে চট্টগ্রামে বদলি

বরিশালের বরগুনায় পুলিশের গাড়ি ভাংচুরের ঘটনায় ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ ও স্থানীয় সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সাথে বাদানুবাদের ঘটনায় আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলীকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) পুলিশ সদর দফতরের এক আদেশে তাকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়।

বিসিএস ৩০তম ব্যাচের কর্মকর্তা মহররম আলী ২০২০ সালের ১৫ জানুয়ারি বরগুনায় যোগদান করেন তিনি। বরগুনা জেলা পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপারেশনের দায়িত্ব পালন করছিলেন। ছাত্রলীগের নেতা কর্মীদের লাঠিচার্জের পরদিন তাকে বরিশাল রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়।

প্রসঙ্গত, গেল সোমবার (১৫ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বরগুনায় বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে ফুল দিতে যান জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। ফুল দেয়া শেষে ফেরার পথে শিল্পকলা একাডেমির সামনে পৌঁছালে ছাত্রলীগের পদবঞ্চিত গ্রুপের সদস্যরা তাদের ওপর হামলা চালায়। এতে দুই গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালীন ইট-পাটকেলে পুলিশের একটি গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়। পরে পুলিশ দুই পক্ষের ওপর লাঠিচার্জ করে।

এমএইচকে

মন্তব্য নেওয়া বন্ধ।