বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫২ পরিবারের পাশে জেলা প্রশাসন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল বাংলাবাজার সংলগ্ন জলদাশ পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সহযোগিতার হাত বাড়িয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপরে ঘটনাস্থলে গিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান সবার হাতে সহযোগিতা তুলে দেন।

জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা, ১ বান্ডিল করে ঢেউটিন, গৃহ নির্মাণ বাবদ নগদ ৩ হাজার টাকা, ৩০ কেজি চাল, ১৫ কেজি শুকনো খাবার ও পরিবার প্রতি ৫টি করে কম্বল প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরীসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

স্থানীয় প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল ৬ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই এলাকার জলদাশ পাড়ার মিলন জলদাশের বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

মন্তব্য নেওয়া বন্ধ।