বাঁশখালীতে জোড়া খুনের আসামি বাকলিয়ায় গ্রেফতার

বাঁশখালীতে জোড়া খুনের অন্যতম প্রধান পলাতক আসামি ইসমাইল (২৮) কে মহানগরীর বাকলিয়া থানাধীন তুলাতুলি রোড হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

সোমবার (১৮ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তুলাতুলী রোডের ওয়েডিং পার্ক কনভেনশন হল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইসমাইল বাঁশখালীর দক্ষিণ জলদির জাহাঙ্গীর আলমের পুত্র।

র‌্যাব সূত্র জানায়, গত ২০ অক্টোবর বাঁশখালী থানাধীন মনছুরিয়া বাজার এলাকায় বসতবাড়ির পানি নিষ্কাশনের পাইপ নিয়ে দুই গ্রæপের সংঘর্ষ চলাকালীন কতিপয় দুস্কৃতিকারী আব্দুল খালেক এবং তার ভাতিজা টিপু সুলতানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়।

পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আব্দুল খালেক মৃত্যু বরণ করে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার অল্প কিছুক্ষণ পর টিপু সুলতানও মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় নিহত ভিকটিম আব্দুল খালেকের মা বাদী হয়ে বাঁশখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।