বাচ্চাকে স্কুলে দিয়ে ঘরে ফেরার পথে হামলার শিকার গৃহবধু, অভিযুক্ত গ্রেপ্তার

টিম কোতোয়ালীর তড়িৎ পদক্ষেপ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার আসকারদীঘির পাড় এলাকায় রোকসানা নামে এক গৃহবধুকে ধারালো কাঁচ দিয়ে আঘাত করে পালিয়ে যায় এক বখাটে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় সিসি ক্যামরার ফুটেজ দেখে কাজীর দেউড়ি এলাকার মো. রিপন নামের এক যুবককে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।

বুধবার (১১ মে) সন্ধ্যায় বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন চট্টগ্রাম নগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (এসি) কোতোয়ালী জোন মো. মুজাহিদুল ইসলাম।

তিনি বলেন, বুধবার সকালে বাচ্চাকে স্কুলে পৌঁছে দিয়ে ঘরে ফেরার সময় আসকরদীঘির উত্তর পাড়ে আসলে পিছন থেকে এসে রোকসানাকে ধারালো ভাঙ্গা কাঁচ দিয়ে আঘাত করে। রোকসানার অবস্থা সংকটাপন্ন। আমরা সিসি ক্যামরার ফুটেজ দেখে আঘাতকারী রিপনকে আটক করেছি।

সন্ধ্যা সাড়ে ৬ টায় রোকসানার স্বামীর জনান, সংকটাপন্ন রোকসানার অপারেশন চলছে। পরিবারের সদস্যরা অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করছেন।

মন্তব্য নেওয়া বন্ধ।