বাড়তি দামে কাপড় বিক্রি, মিমি সুপার মার্কেটে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

বাড়তি দামে কাপড় বিক্রি, আমদানির স্বপক্ষে কাগজপত্র দেখাতে না পারা ও ক্রয়-বিক্রয় রশিদ না রাখাসহ একাধিক কারণে দুই পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (২ এপ্রিল) দুপুর ১১টায় চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ে মিমি সুপার মার্কেটে অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, প্রতিষ্ঠানগুলোতে বিদেশি পণ্য বিক্রি করলেও পণ্যের গায়ে আমদানিকারকের কোনো সিল নেই। এছাড়া কাপড়ের ক্ষেত্রে আমদানির কোনও কাগজপত্র দেখাতে পারেননি বিক্রেতারা। বিক্রিও করছেন নিজেদের ইচ্ছামত মূল্যে। এসব অপরাধে প্রতিষ্ঠান দুটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রমজান মাসে ক্রেতা ভোগান্তি লাঘবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য নেওয়া বন্ধ।