বান্দরবানে পাহাড় থেকে অস্ত্র ও মদ উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম সীমান্তবর্তী দোছড়ি ইউনিয়ন থেকে তেরটি দেশীয় তৈরী একনলা বন্দুক ও বারো বোতল বার্মিজ মদ উদ্ধার করেছে বিজিবি।

সোমবার (২৩ মে) বিষয়টি নিশ্চিত করে ১১ বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ নাহিদ হোসাইন জানান, রোববার রাতে উপজেলার লেম্বুতলী এলাকায় অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র ও মদ উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে অভিযান এবং যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।

পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য উদ্ধারকৃত অস্ত্র এবং বার্মিজ মদ নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য নেওয়া বন্ধ।